৭ সেপ্টেম্বর ২০১৫ অনুযায়ী । মাস্টারস স্টুডেন্টদের পেপারস সাজানোর নিজের অভিজ্ঞতা শেয়ার করছি ।

যা লাগবেঃ এম্বেসিতে প্রবেশের আগে “ভিসা এপয়েন্টমেন্ট” এর পেইজ দেখাতে হবে ।

পূরণ করা ২ কপি ভিসা এপ্লিকেসন ফর্ম লাগবে, (কম্পিউটারে পূরণ করা, সিগ্নেচার ছাড়া সব) ।

৩ কপি ছবি এম্বাস্যি রিকয়ারড সাইজে । পাসপোর্ট সাইজ লাগেনা । তবে সাথে রাখলে নিশ্চিন্তে থাকা যায় ।

ডকিউমেন্টের সিকুএন্সিয়াল লিস্টঃ

  1. এডমিসন লেটার
  2. ব্লক সারটিফিকেট
  3. হেলথ ইন্সুরেন্স
  4. এস এস সি সারটিফিকেট
  5. এস এস সি ট্রান্সক্রিপ্ট
  6. এইচ এস সি সারটিফিকেট
  7. এইচ এস সি ট্রান্সক্রিপ্ট
  8. বেচেলরস সারটিফিকেট
  9. বেচেলরস ট্রান্সক্রিপ্ট
  10. মাস্টারস সারটিফিকেট
  11. মাস্টারস ট্রান্সক্রিপ্ট
  12. IELTS সারটিফিকেট
  13. লেংগুএজ সারটিফিকেট (যদি থাকে, এটেন্ডেঞ্চের গুলো লাগেনা, শুধু এক্সামের গুলো দিলে হয় )
  14. পাসপোর্ট ফটোকপি (কালার প্রিন্ট কপি হলে ভাল, তবে ক্লিয়ার হতে হবে)

নোটঃ [EP] – এম্বাস্যিতে এন্টার করার পর একটা ফর্ম দেয় ২ কপি । তাতে নাম, পাসপোর্ট নাম্বার, তারিখ, সিগ্নেচার দিতে হয় ।

অরিজিনাল সেট সাজানোর প্রসেসঃ ১ থেকে ১৪ নাম্বার পেপার উপর থেকে নিচে সাজিয়ে, সবচে উপরে পাসপোর্ট (ভিতরে একটা এম্বাস্যি রিকয়ারড সাইজের ছবি) দিয়ে ক্লিপ লাগাতে হয় ।

ফটোকপি সেট সাজানোর প্রসেসঃ সবচে উপরে একটা [EP] পেপার বসবে, তারপর একটা ভিসা এপ্লিকেসন ফর্ম (ছবি স্টেপল করা এবং সিগ্নেচার করা), তারপর ১ থেকে ১৪ নাম্বার ডকিউমেন্টের কপি এবং সবশেষে একটা পাসপোর্ট ফটোকপি । এভাবে ২ সেট সাজাতে হয় ।

*** সতর্কতাঃ ৪ থেকে ১২ নাম্বার ডকিউমেন্টের কালার ফটোকপি এলাওড না । (আমি সব পেপার কালার কপি দিয়েছিলাম, তার ভিতর ৪ থেকে ১২ নাম্বার পেপার গুলো ফেরত দিয়ে সাদা-কাল কপি করে আনতে হয়েছে, তারপর ইন্টারভিউ নিয়েছে ।)

ভিসা অফিসারের প্রশ্নঃ

1. From where you have completed your SSC, HSC and Bachelor?
2. Have you finished your Master’s ?
3. What is your major in Bachelor’s?
4. Why you have chosen this subject (in Germany)?
5. Why you want to do a 2nd master’s ?
6. Your course language is entirely English. Then why you have learned the language?
7. Why you have not done the “__” level of the language?
8. Who was your class teacher in your A1 and A2 ?
9. Do you know in which side of Germany “__ city” is situated and name of the state?

ভিসা ফি এবং ভেরিফিকেসন ফি মাস্টারস স্টুডেন্টদের জন্য ২৫,৩০০ । ভেটসহ ২৫,৬৪৫ ।

বিঃ দ্রঃ কালার ফটকপি নাকি সাদা- কালো গ্রহণযোগ্য এই বিষয়ে ভিসা অফিসাররা এক এক সময় এক এক কথা বলেছেন । তাই সব কিছু সাদা-কালো কপি হলেই ভালো ।


এছাড়া পড়তে পারেনঃ

mm

By Sultana Naz

পড়ছি/পড়বঃ জার্মান কোন একটি বিশ্ববিদ্যালয়ে! আপাতত কাজ করছি জার্মান প্রবাসে এবং Bangladeshi Student and Alumni Association in Germany এর হয়ে! :)

9 thoughts on “ভিসা সাক্ষাৎকারের নথিপত্র সাজানোর পদ্ধতি এবং প্রশ্নোত্তর”
  1. Accommodation related kono document ki submit korte hoi? Ami embassy requirement list a pelam na. Kintu onkei bollo large. Confused hoe gesi…..

Leave a Reply