৭ সেপ্টেম্বর ২০১৫ অনুযায়ী । মাস্টারস স্টুডেন্টদের পেপারস সাজানোর নিজের অভিজ্ঞতা শেয়ার করছি ।
যা লাগবেঃ এম্বেসিতে প্রবেশের আগে “ভিসা এপয়েন্টমেন্ট” এর পেইজ দেখাতে হবে ।
পূরণ করা ২ কপি ভিসা এপ্লিকেসন ফর্ম লাগবে, (কম্পিউটারে পূরণ করা, সিগ্নেচার ছাড়া সব) ।
৩ কপি ছবি এম্বাস্যি রিকয়ারড সাইজে । পাসপোর্ট সাইজ লাগেনা । তবে সাথে রাখলে নিশ্চিন্তে থাকা যায় ।
ডকিউমেন্টের সিকুএন্সিয়াল লিস্টঃ
- এডমিসন লেটার
- ব্লক সারটিফিকেট
- হেলথ ইন্সুরেন্স
- এস এস সি সারটিফিকেট
- এস এস সি ট্রান্সক্রিপ্ট
- এইচ এস সি সারটিফিকেট
- এইচ এস সি ট্রান্সক্রিপ্ট
- বেচেলরস সারটিফিকেট
- বেচেলরস ট্রান্সক্রিপ্ট
- মাস্টারস সারটিফিকেট
- মাস্টারস ট্রান্সক্রিপ্ট
- IELTS সারটিফিকেট
- লেংগুএজ সারটিফিকেট (যদি থাকে, এটেন্ডেঞ্চের গুলো লাগেনা, শুধু এক্সামের গুলো দিলে হয় )
- পাসপোর্ট ফটোকপি (কালার প্রিন্ট কপি হলে ভাল, তবে ক্লিয়ার হতে হবে)
নোটঃ [EP] – এম্বাস্যিতে এন্টার করার পর একটা ফর্ম দেয় ২ কপি । তাতে নাম, পাসপোর্ট নাম্বার, তারিখ, সিগ্নেচার দিতে হয় ।
অরিজিনাল সেট সাজানোর প্রসেসঃ ১ থেকে ১৪ নাম্বার পেপার উপর থেকে নিচে সাজিয়ে, সবচে উপরে পাসপোর্ট (ভিতরে একটা এম্বাস্যি রিকয়ারড সাইজের ছবি) দিয়ে ক্লিপ লাগাতে হয় ।
ফটোকপি সেট সাজানোর প্রসেসঃ সবচে উপরে একটা [EP] পেপার বসবে, তারপর একটা ভিসা এপ্লিকেসন ফর্ম (ছবি স্টেপল করা এবং সিগ্নেচার করা), তারপর ১ থেকে ১৪ নাম্বার ডকিউমেন্টের কপি এবং সবশেষে একটা পাসপোর্ট ফটোকপি । এভাবে ২ সেট সাজাতে হয় ।
*** সতর্কতাঃ ৪ থেকে ১২ নাম্বার ডকিউমেন্টের কালার ফটোকপি এলাওড না । (আমি সব পেপার কালার কপি দিয়েছিলাম, তার ভিতর ৪ থেকে ১২ নাম্বার পেপার গুলো ফেরত দিয়ে সাদা-কাল কপি করে আনতে হয়েছে, তারপর ইন্টারভিউ নিয়েছে ।)
ভিসা অফিসারের প্রশ্নঃ
1. From where you have completed your SSC, HSC and Bachelor?
2. Have you finished your Master’s ?
3. What is your major in Bachelor’s?
4. Why you have chosen this subject (in Germany)?
5. Why you want to do a 2nd master’s ?
6. Your course language is entirely English. Then why you have learned the language?
7. Why you have not done the “__” level of the language?
8. Who was your class teacher in your A1 and A2 ?
9. Do you know in which side of Germany “__ city” is situated and name of the state?
ভিসা ফি এবং ভেরিফিকেসন ফি মাস্টারস স্টুডেন্টদের জন্য ২৫,৩০০ । ভেটসহ ২৫,৬৪৫ ।
বিঃ দ্রঃ কালার ফটকপি নাকি সাদা- কালো গ্রহণযোগ্য এই বিষয়ে ভিসা অফিসাররা এক এক সময় এক এক কথা বলেছেন । তাই সব কিছু সাদা-কালো কপি হলেই ভালো ।
এছাড়া পড়তে পারেনঃ
- এপ্লিকেশন, ব্লকড একাউন্ট এবং হেলথ ইনস্যুরেন্স – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ১
- হেলথ ইন্সুরেন্স (Health Insurance) কোথায় করবো? কিভাবে করবো?
- ভিসা ইন্টার্ভিউ – সম্ভাব্য প্রশ্নাবলী
- ডিবিবিএল(DBBL) ভার্চুয়াল ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট
- কুরিয়ার সার্ভিসের খরচ এবং অন্যান্য তথ্য
- ভিসা সাক্ষাৎকার অভিজ্ঞতা – Visa Experience (23.08.2015)
- ভিসা ইন্টার্ভিউ অভিজ্ঞতা ২০১৫ – কিছু প্রশ্নোত্তর
- ভিসা সাক্ষাৎকার অভিজ্ঞতা ২০১৫ – তুহিন (VISA interview experience!)
- আমাদের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং স্কলারশিপের সকল তথ্য(স্লাইড)
- বিদেশ থেকে আগমণকালে একজন যাত্রি কী পরিমাণ স্বর্ণ/এলকোহল আনতে পারবেন?
- 5 টি সেরা ফ্রি ডিকশেনারী অ্যাপ জার্মান ভাষা শেখার জন্য (The 5 Best Free Dictionary Apps for Learning German)
- প্রত্যাখ্যাত হয়েও অবশেষে যেভাবে ভিসা পেলাম
- সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্কলারশিপ পাওয়ার সম্ভবনা কতটুকু?
testimonial or recommendation letter jegulo apply er somoy diyechilam segulo ki lagbe na?
no not needed
[…] ভিসা সাক্ষাৎকারের নথিপত্র সাজানোর পদ… […]
[…] ভিসা সাক্ষাৎকারের নথিপত্র সাজানোর পদ… […]
[…] ভিসা সাক্ষাৎকারের নথিপত্র সাজানোর পদ… […]
Accommodation related kono document ki submit korte hoi? Ami embassy requirement list a pelam na. Kintu onkei bollo large. Confused hoe gesi…..
এটা সাধারণত জিজ্ঞেস করে। তাই নিয়ে যাওয়া ভাল।
verification fee কি সবার জন্য প্রযোজ্য ?
হ্যাঁ