ডিএসএলআর(DSLR) ক্যামেরা ট্যাক্সেবল কি না?
আহহা! সবার কান খাড়া নন-ট্যাক্সেবল শোনার জন্য!আসুন, ব্যাগেজ রুলস পড়ে নিজেরাই সিদ্ধান্ত নেই…
দেয়া আছে,
১। HD Cam, DV Cam, BETA Cam এবং Professional কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা… ১৫,০০০ টাকা ট্যাক্স
২। HD Cam, DV Cam, BETA Cam এবং Professional কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা ব্যতীত অন্য ভিডিও ক্যামেরা… ট্যাক্স-ফ্রি
৩। স্টীল/ডিজিটাল ক্যামেরা… ট্যাক্স-ফ্রি
১, ২ ও ৩ নং ক্রমিক থেকে দেখা যায় যে, কেবল উন্নতমানের ভিডিও ক্যামেরা ট্যাক্সেবল এবং নরমাল ভিডিও ক্যামেরা ট্যাক্স ফ্রি। অন্যদিকে সকল প্রকার স্টীল ক্যামেরা ট্যাক্স-ফ্রি।
অনুসিদ্ধান্তঃ যেহেতু ডিএসএলআর ক্যামেরা মূলতঃ স্টীল ক্যামেরা… সুতরাং যাত্রি প্রতি একটি ট্যাক্স ফ্রি।
“প্রফেশনাল” শব্দের সাথে ভিডিও ক্যামেরার সম্পর্ক থাকলেও আইন অনুযায়ী স্টীল ক্যামেরার কোনও সম্পর্ক নেই…. চিয়ার্স! 🙂
এছাড়া পড়তে পারেনঃ
- বদলে যাচ্ছে বাংলাদেশ! বদলাচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট!
- বিভ্রান্তি এবং অপপ্রচার থেকে সাবধান!
- সোনার অলংকার/বারঃ আমদানী/ক্রয় নিয়মকানুন এবং ট্যাক্স
- ব্যাগেজ রুলস – বিদেশ থেকে আগমণকালে কী আনতে পারবেন?
- দেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে আসার সময় আপনি কত টাকা/ইউরো/ডলার নিয়ে যেতে পারবেন?
- লাগেজ মিসিং! এয়ারলাইন্সের লিমিটেড রিলিজ লাইয়েবিলিটি বনাম অজ্ঞতা/প্রতারণা এবং দুষ্টচক্রের দুষ্টুমি
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন ইমিগ্রেশনে করনীয়
- শাহজালাল বিমানবন্দরে অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়লে কী করবেন
- বিদেশ থেকে আগমণকালে একজন যাত্রি কী পরিমাণ স্বর্ণ/এলকোহল আনতে পারবেন?
[…] ডিএসএলআর(DSLR) ক্যামেরা শুল্কযুক্ত কি না… […]