ডিএসএলআর(DSLR) ক্যামেরা ট্যাক্সেবল কি না?

আহহা! সবার কান খাড়া নন-ট্যাক্সেবল শোনার জন্য!আসুন, ব্যাগেজ রুলস পড়ে নিজেরাই সিদ্ধান্ত নেই…

দেয়া আছে,

১। HD Cam, DV Cam, BETA Cam এবং Professional কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা… ১৫,০০০ টাকা ট্যাক্স

২। HD Cam, DV Cam, BETA Cam এবং Professional কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা ব্যতীত অন্য ভিডিও ক্যামেরা… ট্যাক্স-ফ্রি

৩। স্টীল/ডিজিটাল ক্যামেরা… ট্যাক্স-ফ্রি

১, ২ ও ৩ নং ক্রমিক থেকে দেখা যায় যে, কেবল উন্নতমানের ভিডিও ক্যামেরা ট্যাক্সেবল এবং নরমাল ভিডিও ক্যামেরা ট্যাক্স ফ্রি। অন্যদিকে সকল প্রকার স্টীল ক্যামেরা ট্যাক্স-ফ্রি।

অনুসিদ্ধান্তঃ যেহেতু ডিএসএলআর ক্যামেরা মূলতঃ স্টীল ক্যামেরা… সুতরাং যাত্রি প্রতি একটি ট্যাক্স ফ্রি।

“প্রফেশনাল” শব্দের সাথে ভিডিও ক্যামেরার সম্পর্ক থাকলেও আইন অনুযায়ী স্টীল ক্যামেরার কোনও সম্পর্ক নেই…. চিয়ার্স! 🙂


এছাড়া পড়তে পারেনঃ


অস্বীকারক/Haftungsausschluss/Disclaimer

GermanProbashe.com এ একজন লেখক শুধু তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে থাকেন।
তাই কোন কিছু করার আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে সাম্প্রতিকতম তথ্য দেখে, শুনে, বুঝে করুন। ধন্যবাদ।

এখানে প্রকাশিত যেকোন ধরণের বক্তব্য, আর্টিকেল, মন্তব্য ইত্যাদি লেখক বা মন্তব্যকারীর নিজস্ব। GermanProbashe.com এবং Bangladeshi Student and Alumni Association in Germany -এর সাথে সংশ্লিষ্ট কারো সাথে এসব অভিমতের মিল না-ও থাকতে পারে। লেখকের বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে GermanProbashe.com এবং Bangladeshi Student and Alumni Association in Germany আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।

By Magistrates, All Airports of Bangladesh

We dare to chase, whoever the big shot, care very less. Let us know how you gonna be exploited. Extend your hands and kick the criminals out. Facebook Page: https://www.facebook.com/magistrates.all.airports.bangladesh

One thought on “ডিএসএলআর(DSLR) ক্যামেরা শুল্কযুক্ত কি না?”

Leave a Reply