ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য যখন আপনি ওয়েবসাইট ঘাটাঘাটি করছেন তখন একটা জায়গাতে আপনি আটকে যেতে পারেন। যেমনঃ আবেদন করার যোগ্যতার ঘরে ওরা নিচের ৩টির মধ্যে যেকোনো একটি শর্ত দিয়ে দিতে পারে :
১. উল্লেখিত চারটা /পাঁচটা কোর্স এ নূন্যতম ১০০ ক্রেডিট /ECTS (European Credit Transfer and Accumulation System) পড়া থাকতে হবে। যেমন : আপনি sociology সম্পর্কিত কোনও বিষয় এ আবেদন করবেন সেখানে উল্লেখ করা থাকতে পারে statistics , economics , geography কোর্স এ আপনার ১০০ ECTS পড়া থাকতে হবে।
২. কিছু ক্ষেত্রে , আপনার আবেদন ফর্ম এ, আপনি অনার্স এ ECTS ক্রেডিট সিস্টেমে মোট কত ক্রেডিট শেষ করেছেন সেটা জানতে চাইতে পারে । যেমন :
৩. অথবা, জার্মান স্কেলে আপনার অনার্স এর CGPA কত সেটা জানতে চাইতে পারে।
সাধারণত, বন ইউনিভার্সিটিতে এপ্লাই করার সময় আবেদন ফর্মে এর যেকোনো একটা ওরা জানতে চায়।
আমার আবেদন ফর্মে ইউনিভার্সিটি জানতে চাইছিল, আমি অনার্স এ ECTS ক্রেডিট সিস্টেম এ মোট কত ক্রেডিট শেষ করেছি।
সে জন্য আমি ফার্স্ট এ যেটা করছি, সেটা হলও ইউনিভার্সিটি তে ই-মেইল করছি। ই-মেইল এ লিখছি , আমি ইউনিভার্সিটি তে এপ্লাই করতে চাই কিন্তু আমাদের ক্রেডিট সিস্টেম এর সাথে তোমাদের ক্রেডিট সিস্টেম এর ডিফারেন্স আছে। …. সেটা সমন্বয় করার ক্ষেত্রে তোমার সাজেশন কি ?
ইউনিভার্সিটি থেকে উত্তর দিছে , ইউনিভার্সিটি থেকে সত্যায়িত করা একটা ইংলিশ ট্রান্সক্রিপ্ট পাঠাও আর সাথে একটা পেপার পাঠাও ideally with some info from the University on how your grading system is structured (usually Universities do have something like this).
তারপরে , দুইটা কাজ করছি ,
১. ইউনিভার্সিটি থেকে আমাদের ডিপার্টমেন্ট এর অর্ডিন্যান্স কালেক্ট করছি (ডিপার্টমেন্ট এ থাকে রিকোয়েস্ট করলে দিবে ), স্ক্যান করছি
২. ইউনিভার্সিটি আবেদন ফর্ম নিয়ে ডিপার্টমেন্ট চেয়ারম্যান এর কাছে গেছি তাকে দেখাইছি ….বলছি আমাকে একটা লেটার ইস্যু করে দেন যেখানে লিখা থাকবে , অর্ডিন্যান্স অনুসারে CGPA কিভাবে হিসাব করা হয় , আর আমাদের ক্রেডিট সিস্টেম টা কেমন। লিখে দিছে । এই দুইটা ডকুমেন্ট ইউনিভার্সিটি তে পাঠায় দিছি, অন্যান্য ডকুমেন্ট এর সাথে। কাজ গুলা একটু ঝামেলা মনে হলেও , করা সম্ভব। আমাদের দেশের টিচাররা কোনও কাজে সহযোগিতা করে না সেটা জানি। তবু , উচ্চ শিক্ষার জন্য আপনি তাদের কাছে সহযোগিতা চাইলে তারা সাধারণ সময় এর থেকে একটু বেশি সহযোগিতা করে থাকে ।
এত কিছু না করে , শুধু ট্রান্সক্রিপ্ট আপনি পাঠালেও ওরা সম্ভবত আপনার ক্রেডিট কনভার্ট করে নেয়। Course-Coordinator কে ই-মেইল করে নিতে পারেন নিশ্চিত হবার জন্য।
জার্মান স্কেলে আপনার CGPA কত সেটা জানার জন্য : https://www.germanprobashe.com/archives/2550
ECTS সম্পর্কে আর একটু ধারণা :
জার্মানির ক্ষেত্রে,
1 credit = 30 hours of work (including exam, seminar, class lecture, own-study)
1 semester = 30 credits
বাংলাদেশ এর ক্রেডিট সিস্টেম এর সাথে ECTS সিস্টেম এর মিল করার চেষ্টা :
জার্মানি তে ১ বছরে পড়তে হয় ৬০ ECTS ,
বাংলাদেশ এ ১ বছরে পড়তে হয় (BBA এর ক্ষেত্রে ) ৩০.৭৫ ক্রেডিট , সে হিসেবে ১ BD CREDIT = ৬০/ ৩০.৭৫ = ১.৯৫ ECTS
(সূত্র = Nahid Al Sharhad, https://www.facebook.com/groups/BSAAG/search/?query=Nahid%20Al%20Sharhad%20ECTS&hc_location=ufi)
আমি, এখানে ECTS সম্পর্কিত সমস্যা গুলার সমাধান সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছি। অনেকগুলা সমাধান এর মধ্যে এটা একটা সমাধান হতে পারে। আমি এইভাবে এপ্লাই করেছি , কোনও সমস্যা হয় নাই।
বাংলাদেশে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তাঁদের ফলাফল অনেকসময় গ্রেডিং সিস্টেমে থাকে না। কিন্তু আপনি উপরের পদ্ধতি মত করে কাজ করে গ্রেডিং সিস্টেমের সার্টিফিকেটও বের করতে পারবেন। নিচে বাংলাদেশের ন্যাশনাল(National) বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের গ্রেডিং এর একটি উদাহরণ দেয়া হলঃ (ছবি কৃতজ্ঞতাঃ লৌহে মাহফুজ)
এছাড়া পড়তে পারেনঃ
- বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় দেশি ক্রেডিট সিস্টেমের সাথে ECTS এর সমন্বয়
- সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্কলারশিপ পাওয়ার সম্ভবনা কতটুকু?
- স্কলারশিপ (scholarship) কি সোনার হরিণ নাকি দাবার গুটি?
- কিভাবে লিখবেন প্রফেসরকে? how to approach a professor
- Deutsche Bank এর ফর্ম টি পূরন করবেন কিভাবে?
- ডিএসএলআর(DSLR) ক্যামেরা শুল্কযুক্ত কি না?
- ভিসা সাক্ষাৎকারের নথিপত্র সাজানোর পদ্ধতি এবং প্রশ্নোত্তর
- জার্মান বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে সিজিপিএ কমপক্ষে কতো লাগে? আর সুযোগ পাওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে কোনটি?
- স্কলারশিপ অভিজ্ঞতা – Abbe School of Photonics
- প্রথমবারের মতো যাঁরা যাত্রী হিসেবে বিমানবন্দরে আসবেন তাঁদের করণীয়
- কুরিয়ার সার্ভিসের খরচ এবং অন্যান্য তথ্য
[…] দেশি সিস্টেমের সাথে ECTS […]
[…] […]
ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি মেডিকেল ইন্সটিটিউট থেকে ব্যাচেলর সম্পন্ন করেছি। আমাদের রেজাল্ট দেওয়া হয় পাশ/ফেল এই ভিত্তিতে। কোন ধরনের গ্রেডিং সিস্টেম নেই। পাশ মার্ক ভাইভার জন্য ৫০% আর লিখিত পরীক্ষার জন্য ৪০%। জার্মান ইউনিতে যোগাযোগ করার পর আমাকে উনারা জানালো আমার রেজাল্ট অবশ্যই গ্রেডিং এ হতে হবে। সেটা না হলে আমি আবেদন করতে পারব না। ব্যাপারটা সমাধানের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, উনারা আমাকে জানালো ঢঃবিঃ-তে এরকম নম্বর পদ্ধতিতে দেওয়া রেজাল্ট গ্রেডিং-এ কনভার্সনের কোন সুযোগ নেই।
এখন আমার প্রশ্ন হল – ১) বিষয়টি সমাধানের জন্য আমি কি করতে পারি ? ২) WES – এর মত প্রতিষ্ঠান থেকে নেওয়া কনভার্সন জার্মান ইউনিতে কতটা গ্রহণযোগ্য হবে ?
ভাইয়া, আমি ইরাস্মুস মুন্ডুস এর একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যাচ্ছি। FAQ section এ এই লেখাটা আছে
“If you come from outside of the European Union, please inform us on how to convert your course credits into ECTS and how to convert/read your academic grades. For this purpose, use the “Optional Attachments” section of the online application form.
This information should mainly rely on official arguments and texts.
For specific country information, you can refer to the enic-naric website.”
ভাইয়া যদিও আমার মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এ গ্রেডিং স্কেল লেখা থাকে, এখন আমি বুঝতে পারছি না এর পরও গ্রেডিং স্কেল এর সাথে ECTS এর সমন্বয় এর জন্য আর কি ডকুমেন্ট দেখাতে হবে?
আপনি সম্পূর্ণ আর্টিকেলটি প্রথম থেকে পড়ুন। উত্তর পাবেন।
আমার CGPA এর Conversion এই article ছিল আমি এতদিন দেখি নাই। হাহাহাহ………যাক কারো উপকারে আসলে আমি ধন্য ।।
Hi, I read the article, I found the link given of Facebook group’s not directing to the exact post, Could you provide the specific link?
Another concern for me is, how to convert individual courses grade to ECTS grading system? One of my chosen university asked to provide self-evaluation of the individual courses? Could you provide any link which would further help me on that?
আমার সি,জি,পি,এ ২.৯১ হলে ECTS কত হবে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০৪ বছরে ১২৪ ক্রেডিট সম্পন্ন করি।
বিঃদ্রঃ অামার সার্টিফিকেটে উপরের উল্লেখিত পদ্বতিতে মার্কিং ডিটেইলস দেয়া আছে তাহলে কি আমি নতুন করে ECTS ক্যালকুলেশন করবো?
Calculation ta kono vhabei amar mathai duktesena. How is it possible? Amk uporer conversion er math ta keu clear kore dile ank upokar hoi.
amar honours a 1st class (60%) cgpa te 3.00 hoi. ami german scale a convert korle 2.5 ase but uni-assist to 2.8 dekhaitese.bujtesi na. 1to janaben please!
Brother could you please share a picture of the document which you are talking about?