জানুয়ারী, ২০১৪তে IELTS দিয়ে দেই। আল্লাহর রহমতে মান সম্মান বাচানোর মত একটা স্কোর পাই। পছন্দের কোর্স খোঁজার জন্য www.daad.de এবং www.tu9.de এই দুইটা সাইট খুব হেল্পফুল। তাই সার্চ অপশনে ঠিকমতো ক্যাটাগরি অনুযায়ী (সাবজেক্ট এর নাম, কোর্স লেঙ্গুয়েজ, ডিউরেশন, ফিল্ড অফ স্টাডি) সার্চ করলেই পছন্দের সাবজেক্ট পাওয়া যেতে পারে।

***********************একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারেন  ***************

– কীভাবে কোর্স খুঁজবেন – How to search Right university and Programs

– জার্মান বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যচিত্র – পৌঁছানোর আগে দেখে নিন আপনার বিশ্ববিদ্যালয়টিকে

FH নাকি TH কোনটা?

*********************************************************************************

IELTS রেসাল্ট হাতে পাওয়ার পরে SOP (Statement of Purpose) বা Motivational Letter লেখা শুরু করি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জিনিসটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাই মিনিমাম এক মাস সময় দিলে ভালো হয় এই SOP বা Motivational Letter লেখার পিছনে। কারণ এর মাধ্যমেই Selection Board একজন Student এর সম্বন্ধে ধারনা পায়।

***********************একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারেন  ***************

কীভাবে করবেন একটি Motivation letter/SoP/Letter of Intent এর ময়নাতদন্ত!!

ইউনিভার্সিটিতে এপ্লিকেশনের জন্য Statement of Purpose or Motivation Letter

কিভাবে লিখবেন Motivation letter/SoP/Letter of Intent

*********************************************************************************

এপ্লাই করার সময় কিছু University তে সরাসরি এপ্লাই করা যায় আবার বেশকিছু University তেই UniAssist এর মাধ্যমে এপ্লিকেশন ফি দিয়ে এপ্লাই করতে হয়। কমবেশি সব University তেই যেসব ডকুমেন্ট জমা দিতে হয় তার একটা লিস্ট আমি দিচ্ছি এখানেঃ

১। এস, এস, সি সার্টিফিকেট (নোটারাইজড)

২। এস, এস, সি ট্রান্সক্রিপ্ট (নোটারাইজড)

৩। এইচ, এস, সি সার্টিফিকেট (নোটারাইজড)

৪। এইচ, এস, সি ট্রান্সক্রিপ্ট (নোটারাইজড)

৫। বি, এসসি সার্টিফিকেট (ভার্সিটি রেজিস্ট্রার দ্বারা এটেস্টেড)

৬। বি, এসসি ট্রান্সক্রিপ্ট (ভার্সিটি রেজিস্ট্রার দ্বারা এটেস্টেড)

৭। IELTS সার্টিফিকেট (নোটারাইজড)

৮। Medium of Instruction সার্টিফিকেট (ভার্সিটি রেজিস্ট্রার দ্বারা এটেস্টেড)

৯। Curriculum Vitae (CV)

১০। Extra Curriculum Activities সার্টিফিকেট (নোটারাইজড)

১১। এপ্লিকেশন ফর্ম

১২। জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)

**********************একই রকম /এই রিলেটেট আর্টিকেল পড়তে পারেন  *******************

উনি-এসিস্ট কি জিনিস! Uni-Assist F.A.Q.

আবেদনের মাধ্যম যখন Uni-assist

Uni-assist payment:সহজ বিকল্প হল ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর ভার্চুয়াল ক্রেডিট কার্ড

***********************************************************************************

অনলাইনে পোর্টালে এপ্লিকেশন ফর্ম ভালোভাবে পূরণ করার পরে যে সমস্যাটা দেখা যায় তা হল কিভাবে ডকুমেন্টস পাঠাবো? কম খরচ এবং ভালো সার্ভিস এর দিক দিয়ে KREX –KR Global Express Courier (www.krxbd.com) কে এগিয়ে রাখব। Website এই ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে। আনুমানিক ১৫০০-১৭০০ টাকা নিবে, সার্ভিস DHL এর মতই।

এর পরে অপেক্ষার পালা শুরু। কোন কোন কোর্সে সরাসরি অফার লেটার আসতে পারে আবার হয়তো স্কাইপে ইন্টার্ভিউ ও হতে পারে। সাধারনত Admission এর জন্য বেশ কিছু ক্যাটাগরি মিলিয়ে পয়েন্ট এর ব্যবস্থা থাকে। Technical University of Munich এর Transportation Systems কোর্স এ মানদণ্ড কমবেশি এইরকমঃ

Admission in case of >= 75 out of 100 points

Refusal in case of

অর্থাৎ কারও স্কোর যদি ৬০ থেকে ৭৪ এর মধ্যে হয় তাহলে তার স্কাইপে ইন্টার্ভিউ হতে পারে।

অফার লেটার পাওয়া মাত্রই যে কাজ টা করতে হবে তা হলো Visa Interview Appointment এর জন্য জার্মান এম্বাসির ইমেইল এড্রেস এ মেইল করা। আমি ৫ই জুন অফার লেটার পাওয়ার পর ৬ই জুন মেইল করি। ১৬ই জুন আমাকে রিপ্লাই দিয়ে জানানো হয় যে আমার ভিসা ইন্টার্ভিউ হচ্ছে ৬ই আগস্ট। ভিসা ইন্টার্ভিউ দেয়ার ৪২ দিন পর আমি ভিসা পাই।

**********************একই রকম /এই রিলেটেট আর্টিকেল পড়তে পারেন  *******************

ডকুমেন্ট এটেস্টেশন বা অন্য কোন কাজে কিভাবে জার্মান এমব্যাসি থেকে এপয়েন্টমেণ্ট নিবেন? (স্টুডেন্ট ভিসার জন্য ভিন্ন পদ্ধতি)

***********************************************************************************

এর পরে ৭,৯০৮ ইউরো ব্লক করার পালা। এটার জন্য আমার সাজেশন Commercial Bank of Ceylon এ যাওয়া। কারণ এখানে ঝামেলামুক্ত ভাবে ব্লক একাউন্ট করা যায় এবং সেমিস্টার ফিও জমা দেয়া যায়। আর হেলথ ইন্সুরেন্স এর জন্য Dhaka Insurance Limited এর বেশ ভালো নামডাক আছে।

ভিসা এপ্লিকেশনের নতুন নিয়ামাবলী

ভিসা ইন্টার্ভিউ সহ বাকিসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে https://www.facebook.com/groups/BSAAG এই গ্রুপটিতে। এখানকার ভাইয়া আপুরা নিরলসভাবে রাত দিন সবার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। তাদের অবদান অনেক বেশি, অনেক।

ধন্যবাদ সবাইকে। এই বাজে লেখাটা এত্তো ধৈর্য সহকারে পড়ার জন্য। আমার জন্য সবাই দুয়া করবেন।

Mahmudul Hasan Shovon

IUT CEE’09

Prospective Student of Transportation Systems in TUM (Winter 2014-15)

Dhaka, 20th September, 2014.

জার্মানিতে এপ্লাই করার ধাপসমূহ

8 thoughts on “জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের অভিজ্ঞতা -(By Dewan Mahmudul Shovon)”
  1. আমি winter 2016 এর জন্য admission নিতে চাই। আমার সব document ready আছে। এখন শুধু আমার university এর document নেওয়ার বাকি আছে ।আমার university থেকে কি কি document নেওয়া লাগবে, আর uni assist or German embassy কি ধরনের investigation করবে । কেউ যদি জানেন তো, আমাকে জানানোর জন্যে অনুরোধ করছি ।

    1. কী কী ডকুমেন্ট লাগবে অথবা পাঠাতে হবে তার জন্য সংশ্লিষ্ট কোর্সের ওয়েবসাইট দেখুন। কীভাবে ভর্তির জন্য আবেদন করবেন? এখানে দেখুনঃ http://www.germanprobashe.com/archives/161
      জার্মান এমব্যাসি আপনার সার্টিফিকেট আসল/নকল কিনা তা যাচাই করে দেখবে।

  2. প্রতিদিন এই গ্রুপ হতে পাওয়া সব তথ্য আমি পড়ি।সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি কেও স্টাট্যাস দিয়েছে ফাইনালি আই গট দা ভিসা। হয়ত আমার সপ্ন সপ্নই থেকে যাবে। যাই হোক যারা যাচ্ছে তারা কামিয়াব হোক। বিবিএ এর রেজাল্ট বেশ ভালো না, তাই মেবি আমি সারাজীবন অন্যের সফলতায় তালিই বাজিয়ে জাবো

    1. it is better to work on your CV. you never know, someday you will be the one who will make us proud! appriciating others does not mean you cannot do the same 🙂 Take it rather as encouragement for your next career steps. good luck!

Leave a Reply