বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীর ইচ্ছা জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাবার। তাদের অনেকেই হইত আমার মত চীন থেকে BSc শেষে MS করার প্লান করছেন জার্মানিতে, এই পোস্ট শুধুই তাদের জন্য।
জার্মানি(২০০১ এর পর থেকে) এর সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে Die Akademische Prüfstelle (APS) এর সার্টিফিকেট দরকার। অবশ্য শুধু জার্মানি নয় অস্ট্রিয়া (২০০৫ এর পর থেকে) এবং বেলজিয়াম (২০০৬ এর পর থেকে) এর ক্ষেত্রে ও প্রযোজ্য।
Die Akademische Prüfstelle (APS) কি??
Die Akademische Prüfstelle/The Academic Evaluation Centre (APS) একটি সাহায্যকারী সংস্থা, যা জার্মান এম্বাসি এর সংস্কৃতি বিভাগ এবং DAAD দ্বারা পরিচালিত।
APS চায়নাতে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সকল একাডেমিক সার্টিফিকেট ভেরিফিকেশন এর পর একটি সার্টিফিকেট প্রদান করে যা জার্মানি বা অস্ট্রিয়া এবং বেলজিয়াম এর যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার প্রধান শর্ত।
APS এ আবেদন পদ্ধতিঃ
১) http://www.aps.org.cn/ এই ওয়েবসাইট এ গিয়ে রেজিস্টার করতে হবে।
২) অ্যাপ্লিকেশান ফি বাবদ ১০০০ RMB APS এর ব্যাংক অ্যাকাউন্ট এ পাঠাতে হবে।
*** এই ফি শুধুমাত্র চায়না মেইনল্যান্ড এর যেকোনো ব্যাংক থেকে পাঠানো সম্ভব, এরা অভেরসীস ট্রান্সফার গ্রহন করে না। তাই চায়না ছাড়ার আগেই এই টাকাটা পাঠানো ভাল। অথবা কোন বন্ধুর মাধ্যমে পাঠাতে হবে। আর এই টাকা পাঠানোর রশিদ হারানো যাবে না। কারন এই রশিদ ছাড়া অ্যাপ্লাই সম্ভব নয়।
** ব্যাংক এর ঠিকানাঃ
Account holder: 德国驻华使馆文化处留德人员审核部 (German Embassy Cultural Section Academic Evaluation Center)
Account number: 3 324 560 134 27
Bank name: 中国银行北京亮马河大厦支行 (Bank of China)
৩) সকল দরকারি কাগজপত্র নিজে গিয়ে অথবা মেইল/ডাক এর মাধ্যমে পাঠাতে হবে।
*** দরকারি কাগজপত্রের লিস্ট
* টাকা পাঠানোর রশিদ
* http://www.aps.org.cn/ এই ওয়েবসাইটের রেজিস্টার ফর্মের প্রিন্টেড কপি।
*পাসপোর্ট এর ব্যবহ্রত সকল পেজ এর ফটোকপি
*সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এর (চাইনীজ এবং ইংলিশ দুইটাই থাকতে হবে) নটারী কপি।
** ট্রান্সক্রিপ্ট এর ক্ষেত্রে শুধু ফ্যাকাল্টি এর সিল হলে হবে না, স্টুডেন্ট আফেয়াইরস অফিসের সিলও লাগবে।
* দেশে APS এর সার্টিফিকেটি পাঠানোর জন্য একটি সঠিক ঠিকানা।
কাগজপত্র মেইল/ডাক এর মাধ্যমে পাঠানোর ঠিকানাঃ
德国驻华使馆文化处留德人员审核部 北京市朝阳区东三环北路 8 号,
亮 马河大厦 2 座 0311 室 邮编:
100004 German Embassy Cultural Section Academic Evaluation Center Unit 0311 Landmark Tower 2
8, Dongsanhuan Beilu,
Chaoyang District Beijing 100004
প্রয়োজনীয় লিঙ্কঃ
https://www.aps.org.cn/wp-content/uploads/244_merkblatt_verfahren_auslander_in_china_eng.pdf (যারা চায়না থেকে APS করতে চান এটি শুধু তাদের জন্য, সকল নিয়ম একই থাকবে শুধু ফি ২৫০০ আর ইন্টারভিউ দেয়া লাগবে।)
আর এ লেখাটি পড়ার পর আর কোন সমস্যা থাকলে [email protected] এই ইমেইল এ আস্ক করতে পারেন।
আশাকরি এই লেখাটি চায়নাতে অধ্যয়নরত বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীর উপকার এ আসবে যারা জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক।আগামী বছর ২০১৬ এ জার্মানিতে কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, সবাই দোয়া করবেন।
ধন্যবাদ
Thank you for very informative article. This is very helpful. Someone said that verification from Bangladesh embassy in Beijing also required. Is it true?