গ্রুপ পোস্ট লিংক। আমি গত ২২ অগাস্ট ঢাকা থেকে জার্মানি আসছি। আমার ভ্রমন অভিজ্ঞতা থেকে কিছু উপলব্ধি হইসে সেটাই সবার সাথে শেয়ার করতে চাইঃ
আরো পড়তে পারেনঃ
- জার্মানিতে যারা নতুন আসছেন
- বিপদে পড়লে কী করবেন(ইমার্জেন্সি ফোন নাম্বার লিস্ট)
- আপনি কত টাকা/ইউরো/ডলার নিয়ে যেতে/আনতে পারবেন?
- প্রথমবারের মতো যাঁরা যাত্রী হিসেবে বিমানবন্দরে আসবেন তাঁদের করণীয়
- ব্যাগেজ রুলস – বিদেশ থেকে আগমণকালে কী আনতে পারবেন?
১। চেষ্টা করুন কোন সঙ্গী খুঁজে বের করতে যাতে আপনার ভ্রমন বিরক্তিকর না হয়, আমরা ৩ জন একসাথে আখেন এসেছিলাম।
২। টাকা পয়সার ঠেকা না থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ না আসাই ভাল!!! আমাদের প্লেন ছারার সময় ছিল ১২:৫০ সেই প্লেন এ উঠসি ৩:৩০!!
৩। আপনাকে যদি কেউ এয়ারপোর্ট এ নিতে না আসে তাহলে ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার চিন্তা না করাই ভাল। আমার গন্তব্য ছিল আখেন আর আখেনের সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল ডুসেলদর্ফ কিন্তু বিমান ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত যায়। আমাদের নিতে আমার ফ্রেন্ড Dévastated Sóul আসছিল তাই কোন সমস্যা হয়নাই। অপরিচিত জায়গায় সঠিক গন্তব্য খুঁজে পাওয়া বেশ কঠিন কারন এখানকার বাস, ট্রেন এর সিস্টেম নতুন কারো পক্ষে বোঝা সম্ভব না।
বাজেট ভ্রমণ – কার শেয়ারিং, বাস, ট্রেন, এয়ারলাইন্স
৪। ব্যাক প্যাকে (স্কুল ব্যাগ) হাল্কা কিছু গরম কাপর রাখুন যেন জার্মানি নেমে আপনার ঠাণ্ডা না লাগে।
৫। রান্না করা তরকারি ফ্রযেন করে নিয়ে আসুন পারলে যাতে জার্মানি এসে শুধু গরম করে খেতে পারেন। তরকারি অবশ্যই বড় লাগেজে দিবেন তাহলে ওগুলা চেকিং এর ভয় থাকবে না।
বিঃ দ্রঃ এগুলা শুধু লেখকের নিজের অভিজ্ঞতা থেকে লেখা, উপরোক্ত নির্দেশনা অনুসরণ করে কেউ বিপদে পড়লে তার জন্য লেখক দায়ী নয়! 🙂
আসিফ
আখেন, জার্মানি
আরো পড়তে পারেনঃ
- প্রথম জার্মানি আসছেন? কিছু উপদেশ!
- শপিং টিপস (কি কিনব, আর কি কিনব না ) এবং ভ্রমণ টিপস (Tousif Bin Alam)
- এয়ার টিকেট, এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি নিয়ে কিছু কথা
- বিমানবন্দর থেকে আপনার শহর: সাশ্রয়ী ভ্রমণ
- আসার সময় কি সাথে নিয়ে আসবেন?