না-বোধক বাক্যের জন্য ইংরেজিতে সাধারণত ”Not” দিয়েই কাজ চালিয়ে নেয়া যায়। তবে জার্মান ভাষায় “না” বা “নয়/নেই” ইত্যাদি না-বোধক শব্দের জন্য কখনো kein, আবার কখনো nicht ব্যবহার করা হয়। তাই কখন kein, আর কখন nicht ব্যবহার করবেন তা নিয়ে নতুন শিক্ষার্থীরা বেশ পেরেশান থাকেন। আজকে আমরা এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
প্রথমেই এখানে ক্লিক করে দেখে নেই kein এবং nicht এর মানে কী? আমরা জানি, দুটোর মানেই হল না/নয়/নেই।
ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে https://www.facebook.com/groups/BSA.learngerman/
কখন kein ব্যবহার করবেন?
সাধারণত কোন বস্তু/জিনিস যদি আপনার না থাকে কিংবা আপনার জানা না থাকে, তখন kein ব্যবহার করা হয়। সাধারণত Nomen (জার্মান শব্দ Nomen এর ইংরেজি হল Noun, জার্মান ভাষায় বিশেষ্য সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়) এর ক্ষেত্রেই kein ব্যবহার করা হয়। যেমনঃ নিচে Sofa, Kaffee, Äpfel, Zahnarzt এই জাতীয় শব্দ।
বাক্যে কোথায় বসে kein: সাধারণত এটি Noun এর আগে বসে। উদাহরণঃ
Ich habe kein Sofa. ⇨ I don’t have a sofa.
Ich mag keinen Kaffee. ⇨ I don’t like coffee.
Ich will keine Äpfel. ⇨ I don’t want any apples.
Ich kenne keinen guten Zahnarzt. ⇨ I don’t know any good dentists.
কখন Nicht ব্যবহার করবেন?
সাধারণত কোন Verben (জার্মান শব্দ Verben এর ইংরেজি হল Verb) বা ক্রিয়াপদ এর ক্ষেত্রে nicht ব্যবহৃত হয়। ধরুন আপনি কোন কিছু করতে বা কোথাও যেতে চাইছেন না, তখন না-বোধক দিয়ে উত্তর করতে nicht ব্যবহার করা হয়। যেমনঃ নিচে parken, gehen, aufgeräumt, gehe এই জাতীয় শব্দ।
বাক্যে কোথায় বসে nicht: সাধারণত এটি Verb এর আগে বসে। উদাহরণঃ
Ich kann hier nicht parken. ⇨ I can’t park here.
Ich will nicht ins Kino gehen. ⇨ I don’t want to go to the cinema.
Ich habe nicht aufgeräumt. ⇨ I have not cleaned up.
Ich gehe nicht zur Arbeit. ⇨ I’m not going to work.
সূত্রঃ about.com, jabbalab.com,nthuleen.com
নিচের ভিডিওটিতে দেখে নিতে পারেন এবং আশা করি এরপর আর কোন সমস্যা থাকবে না। 🙂
আরো কিছু উদাহরণঃ
- Ich habe drei Kinder und kein Geld. Warum kann ich nicht keine Kinder haben und drei Geld? – Homer Simpson
- Ist er der Lehrer? Nein, er ist nicht der Lehrer. (Er ist kein Lehrer এর মানে হল he’s not a teacher at all.)