বিবিসিঃ ”মাইন কাম্পফ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৫ সালে – হিটলার জার্মানির ক্ষমতায় আসার আট বছর আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে নাৎসী জার্মানির পতন হয় ১৯৪৫ সালে, এবং হিটলার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তার বাংকারে আত্মহত্যা করেন।

এর পর বইটির কপিরাইটের মালিক হয় জার্মানীর দক্ষিণাঞ্চলীয় ব্যাভারিয়ার আঞ্চলিক সরকার। তারা বইটি ঘৃণা ছড়াতে পারে এ আশংকায় এর পুনর্মুদ্রণ নিষিদ্ধ করে। তবে যুদ্ধের সময় বইটি এত ছাপা হয়েছিল যে তার কপি সারা দুনিয়াতেই সহজপ্রাপ্য।

জার্মান আইন অনুযায়ী কপিরাইটের মেয়াদ হচ্ছে ৭০ বছর এবং তা পার হয়ে যাওয়ায় এর পুনর্মুদ্রণে আর বাধা নেই।

অবশ্য জার্মান কর্মকর্তারা বলছেন, তারা এ বইয়ের মূল পাঠ সবাই যেন হাতে না পায়, তার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করবেন – কারণ এমন ভয় আছে যে বইটি নব্যনাৎসী মনোভাব উস্কে দিতে পারে।”

Source: TestTube (নিচে ভিডিওটি লোড হবে। একটু অপেক্ষা করুন। “টেস্টটিউব” এর Lissette Padilla এর আলোচনায় স্বাগতম!)

For over 70 years, the German state has owned the copyright of Mein Kampf and has banned reissues of any kind in that period. Jewish groups and educators have voiced disapproval of the new version of the book, which will be 2,000 pages long with annotations and critical commentary of the original text.

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply