ভিসা নিয়ে সকল আপডেটের জন্য নিয়মিত চোখ রাখুন জার্মান এমব্যাসি বাংলাদেশের ওয়েবসাইটে!

স্টুডেন্ট ভিসা আপডেটের জন্য এখানে ক্লিক করুন!

poster_from_postermywall

poster1_from_postermywall

poster2_from_postermywall

জার্মানিতে এপ্লাই করার ধাপসমূহ

poster3_from_postermywall

 গ্রুপের পোস্ট লিংক, যেখানে আলোচনা হচ্ছে এই টপিকে!

 

Screenshot_51

Screenshot_52

প্রাসঙ্গিক লিংকঃ

১, বাংলাদেশ থেকে কিভাবে জার্মানিতে ব্লকড ব্যাংক একাউন্ট খুলবেন

২, ডকুমেন্ট এটেস্টেশন বা অন্য কোন কাজে কিভাবে জার্মান এমব্যাসি থেকেএপয়েন্টমেণ্ট নিবেন? (স্টুডেন্ট ভিসার জন্য ভিন্ন পদ্ধতি)

৩, এজেন্সি/দালালদের ব্যাপারে টিভি প্রতিবেদন

৪, Bangladeshi Student and Alumni Association in Germany (৪৭,০০০+ মেম্বার্স!)

৫, German Embassy Dhaka – Consular Service & Visa Information

ছবিসূত্রঃ ইন্টার্নেট

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

31 thoughts on “স্টুডেন্ট ভিসা – জার্মানি – নতুন আপডেট এপ্লিকেবল ১লা অক্টোবর, ২০১৪ হতে!”
  1. Vaia ami german language a porta chai. Germany ta language course kora bachelor kora jabe? Naki bangladesh theka course korta hoba. German language a porla IELTS lagbe naki?

    1. আপনার প্রশ্নের উত্তর কিন্তু উপরের ডকুমেন্টেই আছে। ধন্যবাদ।

  2. […] তেমন নতুন কিছু সংযুক্ত হয় নি। অর্থাৎ ১লা অক্টোবর ২০১৪ এর আপডেট এর সাথে খুব বেশি পার্থক্য নেই। এখানে […]

  3. i want to get an admission on masters of pharmacy.But i cannot find the best universities.Can u plz help me to give ur suggestion n give me the link of the universities.

  4. […] ভিসার নতুন নিয়মজার্মানিতে এপ্লাই করার ধাপসমূহজার্মানিতে ব্লকড ব্যাংক একাউন্টদালাল থেকে সাবধান!জার্মান প্রবাসে ম্যাগাজিন পড়ুন!জার্মান ভাষা শিখুন […]

  5. Any suggestion for
    1. 4 years Diploma Engineering holder
    2. 4 years Diploma Engineering + Bsc in EEE

    Some time I hearing 4 years Diploma Engineering student does not apply to German University. Pls sugestion to me.

  6. ভাই আমি আজ এম্বাসিতে গেছিলাম ভিসা ইন্টার্ভিউ এর জন্য। আহসানুল্লাহ ইউনিভার্সিটি তে আমার ক্রেডিট সম্পন্ন হয়েছে ৭৯.৫ আর আমার ইউনিভার্সিটির কোর্সের মোট ক্রেডিট ১৬০.৫। এম্বাসির মতে আমার ৫০% সম্পন্ন হলে নাকি আমি বি,এস,সি এর জন্য যেতে পারব। তাদের হিসেব মতে আমার লাগবে ৮০.২৫। তাহলে আমার গ্যাপ থাকে ০.৭৫ ক্রেডিট। এটা নিয়ে কি ভিসা রিজেক্ট করে দিবে? আর তাছাড়া আমি তো ব্যাচেলর করতে যাচ্ছি, ক্রেডিট ট্রান্সফার করে নয়। ইউনিভার্সিটি ও আমাকে এডমিশন লেটার দিয়েছে। আমার ইউনিভার্সিটি তে এনরোলমেন্ট এর শেষ তারিখ ৩০/১০/২০১৫। আমার অন্যান্য সকল পেপারস রেডি। এখন আমার কি করার আছে? জানালে খুব উপকৃত হতাম।

    1. আপনার অবস্থাটা আসলেই বেশ ক্রিটিক্যাল। এমব্যাসি যেকোন কারণেই দেখিয়ে ভিসা রিজেক্ট করতে পারে। এটা এমনকি হতে পারে আপনার জার্মানিতে পড়তে আসার জন্য যথেষ্ট মোটিভেশন নাই, শুধু আসার জন্যই আসতে চাইছেন। শুনতে হাস্যকর মনে হলেও এটা হতে পারে।

      ভিসা ইন্টার্ভিউটা তাই আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে। এখানে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনার কোর্স, ইউনিভার্সিটি, শহর ইত্যাদি সম্পর্কে সঠিক এবং সম্পূর্ণ তথ্য জানা থাকতে হবে। যাতে ভিসা অফিসার কোন ফাঁক বের করতে না পারে।

      আশা করি, ভালভাবে ভিসা ইন্টার্ভিউ দিয়ে আপনি ভিসা পেয়ে যাবেন। এরপর আমদের ওয়েবসাইটে লিখে জানাতে ভুলবেন না।

      বেস্ট অফ লাক!

      গ্রুপঃ http://www.facebook.com/groups/BSAAG/
      ওয়েবসাইটঃ http://www.GermanProbashe.com

    1. আপনার প্রশ্নটি বোঝা যাচ্ছে না, আপনি আরেকটু নির্দিষ্ট করে প্রশ্ন করুন।

  7. BD te ami apparel merchandising e BSc final semester e porchi BGMEA uni te.
    Icha MSc korbo germany te.kintu amar related subject & university khuje pachina.So please amake kichu university suggest korben vaia jekhane ami Merchandising/textile trade subject e MSc korte pari… vielen Dank!

  8. Ami M.B.A korte Germany aste chai? Ami 2008 a B.B.S (Pass) course complete korechi National University under a Gov. City Collage, Chittagong Theme. Amar H.S.C & B.B.S (pass) result bhal na. Ami ki M.B.A at jonno apply korte porbo? Parole ki vabe procedure korbo?

    1. ওয়েবসাইটের বাকি আর্টিকেলগুলো ভাল করে পড়ুন। তাহলেই পারবেন। তবে এজেন্সি/দালাল থেকে দূরে থাকবেন।

  9. I got my masters result at the end of 2015.Currently preparing for the Ielts exam and then do I need to learn German language to study in Germany?? I want to study in English there.And do need job experience too?? Please I need to these info.Help!!

  10. vaia ami national university thekea bsc(pass) 3 years graduation complete korci.ami ke now directly german applied science university tea bachelor r jonno application kortea parbo amr bsc(pass) course r certificate dia?

  11. আসসালামু আলাইকুম ভাইয়া আমি এইচ এসসি পাস করেছি সবে মাএ।আমি স্টুডেন্ট ভিসায় জার্মান আসতে চাচ্ছি।সেক্ষেএে কস্টিং কেমন পরবে আর ওই খানে কি জব + স্টাডি ফ্যাসিলিটি পাবো।আমি হয়তো বলে কয়ে বাসা থেকে একবারই টাকা আনতে পারবো। আর আমি কি জার্মান ভাষা শেখায় এমন কোথায় এডমিট হবো নাকি IELTS করবো?
    ধন্যবাদ ভাইয়া

    1. দেশে ব্যাচেলর্স শেষ কর। এজেন্সি বা দালাল থেকে দূরে থাক।

  12. আশা করি একটা ভালো পরামর্শ পাব।
    আমার SSC 4.06 (মানবিক)
    ৷ ৷ ৷ ৷৷ HSC 4.10(মানবিক)
    ৷৷৷৷৷৷ অনার্স 2.90
    Department of philosophy .
    এখন আমার জানার ছিল
    আমি কি IELTS ছাড়া শুধু জার্মান
    LANGUAGE B 1 করে জার্মান ইউনিভার্সিটি তে চান্স পাওয়া সম্ভব কি না? এবং হলে ভিসা পাওয়া সম্ভব কি না ? উল্লেখ্য আমি IELTS দিয়ে টিউশন ফি দিয়ে অন্য দেশে যাওয়া সম্ভব না।
    আপনাদের পরামর্শ নিয়ে মার্চ মাসে language এ ভর্তি হবো।

Leave a Reply